টাটার উদ্যোগে আসামে শুরু হল চিপ কারখানার  নির্মাণ কার্য।

Moumita Jana Avatar

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নতুন কারখানার নির্মাণ কার্য। টাটা জানিয়েছেন ২০২৫ সালের চালু হবে সেমিকন্ডাক্টর চিপ কারখানা।

বর্তমান বৈজ্ঞানিক প্রযুক্তির যুগে ইলেকট্রনিক্স দ্রব্য (যেমন- স্মার্টফোন, কম্পিউটার) বেশি ব্যবহৃত হয়। এবং এগুলি চালানোর জন্য প্রয়োজন হয় প্রসেসর চিপ। তাই টাকার উদ্যোগে ২৭ হাজার কোটি বিয়োগ করে গড়ে উঠছে এই কারখানা।  টাটা ইলেকট্রনিক্স থেকে জানানো হয় এই কারখানার শুরুতেই ২৭০০০ চাকরি তৈরি থাকবে এবং এই কারখানায় প্রতিদিন প্রায় কয়েক কোটি করে চিপ তৈরি হবে। যাতে দেশের উন্নতি পথ শুগম হয়।

অসমের মরিগাঁও জেলায় কারখানা নির্মাণের জন্য ভূমি পুজো সম্পন্ন হলে টাটা সানসের চেয়ারম্যান চন্দ্রশেখরন জানান, ইতিমধ্যেই এই কারখানা তৈরিতে অসমের ১০০০ জন কর্মীকে নিয়োগ করা হয়েছে। এবং কারখানার বহর বাড়লে প্রত্যক্ষভাবে ১৫০০০ পরোক্ষভাবে ১২০০০ চাকরি বাড়বে। এই কারখানা কে নিয়ে তথ্য প্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব জানান এই কারখানায় মূলত তিন ধরনের চিপ তৈরি হবে যা দেশে সমস্ত বড় গাড়ি কোম্পানি ব্যবহার করে। 

       এবং এই অনুষ্ঠানে উপস্থিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত  বিশ্ব শর্মা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তথ্যপ্রযুক্তি মন্ত্রী আশ্বিনী বৈষ্ণবের জন্য আজ অসমের এই কারখানা তৈরীর স্বপ্ন পূরণ হয়েছে। এছাড়াও তিনি বলেন গোটা আসামবাসি টাটা গ্রুপের কাছে কৃতজ্ঞ থাকবে।

Search