বাঙালির উৎসব মানে সাজঘরে থাকতেই হবে শাড়ি। তার উপর সামনেই রয়েছে মহাউৎসব দুর্গ পুজো। তাই কেনাকাটার আগেই জেনেনিন এবছরের ট্রেন্ডের সেরা শাড়ি কোনগুলি।
কথায় আছে বাঙালি নারী মানেই শাড়ি। শুধুমাত্র নিজেকে সুন্দর দেখাতে নয়, শাড়ি পরনের মধ্যে লুকিয়ে থাকে বাঙালি নারীর আবেগ। ধরে রাখে বাঙালি ঐতিহ্য। তাই পূজোরসাজে সকলের মনকাড়ে শাড়ি। আর সেই শাড়িতে যদি থাকে নতুনত্বের ছোঁয়া তাহলে তো কোন কথাই নেই। তাহলে জেনেনিন এ বছরের পূজোয় নতুনত্বের ছোঁয়া নিয়ে এসেছে এমন কোন শাড়ি যা পড়লে আপনাকে লাগবে সবার থেকে আলাদা।
বালুচুরি
যেকোনো অনুষ্ঠানে পড়ার জন্য মহিলাদের একটি প্রিয় শাড়ি হল বালুচরি। খাঁটি সিল্কের বালুচেরি হলে দুপুরে কথাই হবে না। আপনার সাজই নজর কাড়বে সকলের। এ বছরের পূজোর বালি চতুর সেরা ডিজাইন খুঁজে পেতে মার্কেটে চোখ রাখুন।
কাঁথা স্টিচ
বাঙালির ঐতিহ্য ধরে রাখতে শাড়ি ফ্যাশনে একটি অন্যতম শাড়ি হল কাঁথাস্টিচ। ষষ্ঠী কিংবা সপ্তমীর সকালের জন্য এটি হবে আপনার জন্য সেরা শাড়ি।
জামদানি
৮ থেকে ৮০ সকলের প্রিয় জামদানি। তাই পূজোর কালেকশনে জামদানি থাকবে না হতেই পারেনা। তার উপর অষ্টমীর সকালে লাল সাদা জামদানিতে পুষ্পাঞ্জলি দেওয়া এক অন্যরকম আনন্দ।
পটোচিত্র আঁকা শাড়ি
শাড়ি কিংবা পাঞ্জাবি হাতে আঁকা হলে তার চাহিদা অনেক বেশি। এই ধরনের শাড়ি প্রায় সকলেই পড়তে পছন্দ করেন। বাঙালির ঐতিহ্য ও আধুনিকতার ছোঁয়া রেখে এই শাড়ি তৈরি হয়। তাই এবার পুজোর কালেকশনে এমন একটি শাড়ি রাখলে মন্দ হয় না।
সিল্ক বেনারসি
সিল্কের এই নিপুন বুনন শাড়িটি হালকা, নমনীয় তবে জমকালো। নবমীর জাঁকজমকপূর্ণ রাতে এমন শাড়ি হয়ে উঠবে আপনার পুজোর সঙ্গী।
Leave a Reply