একটি পবিত্র ভালবাসার সম্পর্ক হল বন্ধুত্ব। কোন চাহিদা ছাড়াই নিঃস্বার্থভাবে পাশে থাকার এই সম্পর্ক তৈরি হয়।
আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস এর সঠিক দিন
রাষ্ট্রসংঘ ৩০ শে জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস ঘোষণা করলেও প্রতি বছর আগস্ট মাসে প্রথম রবিবার পালিত হয় বন্ধুত্ব দিবস। এ বছর (২০২৪) আজ ৪ আগস্ট রবিবার আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস (Happy Friendship Day)।
বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যেখানে সব কথা অনায়াসে শেয়ার করা যায়। জীবনের সমস্ত আনন্দে যেমন পাশে থাকে একজন বন্ধু তেমনি দুঃখের দিনেও প্রথমে এগিয়ে আছে একজন বন্ধু। একজন বন্ধু পাশে থাকলে কোন কঠিন কাজকেও সম্ভব করে তোলা যায়। তাই বন্ধুত্ব সম্পর্ককে অটুট রাখতে এই বিশেষ দিনে অনেকেই বন্ধুদের সাথে বেশি সময় কাটায়।
বন্ধুত্ব দিবসের সেরা শুভেচ্ছা বার্তা।
*বন্ধুত্ব সেই যে তোমার সমস্ত খারাপটা জানার পরেও তোমাকে ভালোবাসে। আর আমার জীবনে সেই মানুষগুলো তোমরাই Happy friendship day 🎉
*খারাপ সময়ও আনন্দ দিতে যে মানুষ পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। আমার জীবনে তুমি সেই বন্ধু। Happy Friendship Day 🤝
*বন্ধুত্ব তো সেই যেখানে কোন দ্বিধা ছাড়াই একই পাতে খাবার ভাগ করে খাওয়া যায় Happy Friendship Day 🎉
*বন্ধুত্ব মানে হাসি-ঠাট্টা, গল্প-গুজব, জয়-পরাজয়, নিরব আশ্রয়। Happy Friendship Day🤝
*বন্ধুত্ব সম্পর্কটি এমনই মূল্যবান যেখানে কোন দাম বা অর্থ দিয়ে বিচার করা যায় না। হ্যাপি Friendship Day 🎉