আজ ১২ই মে আন্তর্জাতিক মা দিবস। মায়েদের সম্মান প্রদর্শন করতে এই বিশেষ দিনটি উদযাপিত হয়। একজন সন্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো তার মা। তার নিরাপদ আশ্রয়স্থল মায়ের কোল। অর্থাৎ একজন সন্তানের পিছনে তার মায়ের অবদান থাকে অপরিসীম।
মা দিবস পালন করার নির্দিষ্ট দিন থাকলেও আমাদের উচিত মায়েদের সর্বদা সম্মান জানানো। মা দিবস চালু হওয়ার পেছনে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। রোমান সাম্রাজ্যে মার্চ মাসে পালিত হতো মা দিবস। ১৮৭০ সালে আমেরিকায় মা দিবস ঘোষণা পত্র প্রকাশ করা হয়। আনা জার্ভিস ১৯১২ সালে আন্তর্জাতিক মা দিবস নামে একটি সংগঠন গড়ে তোলেন। এরপর আমেরিকা যুক্তরাষ্ট্রে মে মাসে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১২ই মে মা দিবস উল্লেখ করে সরকারি ছুটি ঘোষণা করে। এই দিনটিকে অন্যান্য দেশ মা দিবস হিসেবে গ্রহণ করে।
আন্তর্জাতিক মা দিবস সকলে নানাভাবে উদযাপিত করেন। এই দিন সকলে মায়ের সাথে আলাদাভাবে সময় কাটাতে চান। একজন মা ই পারেন কোন স্বার্থ ছাড়া সন্তানের প্রতি প্রাণপান করতে। মা যেভাবে সন্তানের জন্য ত্যাগ স্বীকার করে সেই ঋণ শোধ করা কোন সন্তানের পক্ষে সম্ভব হয় না। আগলে রাখা থেকে গুরুদায়িত্ব সব পালন করেন একজন মা।
পৃথিবীর সকল মা জাতিকে জানাই সম্মান ও আন্তরিক শুভেচ্ছা।শুভ মাতৃ দিবস।।