সাজানো বাগান ফেলে রেখে বাংলার বুক থেকে চির বিদায় নিয়েছেন কিংবদন্তি অভিনেতা, নাট্যকার মনোজ মিত্র। গত মঙ্গলবার সকালে মনোজ মিত্রের এই বিদায় ২০২৪ এর আকাশে চিরসাক্ষী হয়ে রইল।
যার নাটক এবং অভিনয় করার দক্ষতা মন কেড়েছিল গোটা বাংলার তিনি আর নেই। প্রয়াত অভিনেতা ও কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র শারীরিক অসুস্থতার সাথে অদম্য লড়াই করার পর গত মঙ্গলবার সকাল ৮:৫০ নাগাদ পরলোক গমন করেন। মৃত্যুকালে বয়স ছিল ৮৬ ।
বার্ধক্যের কারণে গত কয়েক মাস ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। জানা যায় শারীরিক অসুস্থতার কারণে মনোজ মিত্র সেপ্টেম্বরের কয়েকদিন ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। তবে সেখান থেকে সুস্থ হয়ে তিনি ঘরে ফিরে ছিলেন। কিন্তু সময়ের নিয়মে ২০২৪, ১২ ই নভেম্বর সকালে তিনি এই বাংলা ছেড়ে, সাহিত্যিক জগৎ ছেড়ে এমনকি সবার পরিচিত তার সুন্দর বাগান ছেড়ে তিনি চির বিদায় নিলেন।
১৯৩৮ সালে ২২ শে ডিসেম্বর খুলনা জেলার ধুলিহর গ্রামে মনোজ মিত্র জন্মগ্রহণ করেছেন। ছোট থেকেই তিনি যাত্রা, নাটক এই সবে প্রতি গভীরভাবে আকৃষ্ট হতেন। তিনি প্রথম ১৯৯৭ সালে কলকাতা নাট্যমঞ্চে অভিনয় শুরু করেন। কলকাতা নাট্য জগতে পা রাখার পর জীবন বদলে যায় তিনি নিজের প্রকৃত সত্তা খুঁজে পান। এবং ১৯৭৯ তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
মনোজ মিত্রের প্রথম নাটক “মৃত্যুর চোখের জল”(১৯৫৯)। এর মাধ্যমে তিনি তার পরিচয় তৈরি করেছেন। তবে ১৯৭২ সালে তার নাটক “চাক ভাঙ্গা মধু” এই নাটকটির মাধ্যমে তার নাট্য জগতের উপস্থিতি সাড়া দিয়েছে। এছাড়াও তিনি বহু নাটক লিখেছেন, অভিনয় করেছেন। এর মধ্যে তার বিখ্যাত কয়েকটি নাটক হল সাজানো বাগান, চোখে আঙ্গুল দাদা, কালবিহঙ্গো, পরবাস , অলোকানন্দর পুত্র কন্যা, নরক গুলজার , অশ্বথামা , চকভাঙ্গা মধু , মেষ ও রাখশ , নয়শো ভোজ , ছায়ার প্রশাদ , শ্বরপদ , শ্বরপদ্ম প্রভৃতি নাটক তিনি লিখেছেন।