মহালয়া অর্থাৎ মহানআলোয়। মনে করা হয় এই দিন দেবী দুর্গার পৃথিবীতে অবতরণ করেছিলেন তাই মহালয়াকে দেবীপক্ষের সূচনাকাল বলা হয়।

কিন্তু এই দিনটি কি সত্যি শুভ, নাকি অশুভ? এই প্রশ্ন অনেকেরই

জেনে নিন  আসল সত্যিটি।

মহালয়া দিনটি মাতৃপক্ষের সূচনা কাল। এই দিনে অশুভ শক্তির বিনাশ ঘটে, তাই মহালয়া শুভ।

তবুও অনেকে পন্ডিত মনে করছেন এই দিনটি অশুভ। এমন মনে করার কারণ কি?

সর্বপিতৃ অমাবস্যা অমাবস্যা বা মহালয়া প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করার দিন। তাই অনেক পন্ডিতদের মতে তর্পণ বা শ্রাদ্ধের এই দিনে মহালয়া হলেও একে শুভ না বলাই ভালো।