শুধু খাওয়া না, এবার আম দিয়েও হবে গরমের রূপচর্চা।
গরমের দিনে আমাদের সবার প্রিয় ফল আম। কাঁচা হোক বা পাকা তার স্বাদ গন্ধে জুড়ি মেলা ভার। কিন্তু খাওয়া ছাড়াও আম দিয়ে হয় গরমের রূপচর্চা একথা অনেকেই জানেন না।
আমে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন, তাই আম দিয়ে রূপচর্চা করলে পেতে পারি ত্বকের দারুন উপকারিতা। তবে প্রথমেই বলে রাখি কাঁচা নয় পাকা আম দিয়ে করতে হবে রূপচর্চা।
তাহলে জানুন আম দিয়ে রূপচর্চা করার নানান টিপস।
আমের সঙ্গে পাতি লেবুর রসের মিশ্রণ ঘটিয়ে ২০ থেকে ২৫ মিনিট ত্বকে লাগিয়ে পরিষ্কার করে নিলে ত্বকের জেল্লা বাড়বে।
কাঁচা দুধ, বাদাম আমের সাঁসএর সঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেস স্ক্রাপ যা ত্বকের কালো দাগ তুলতে সাহায্য করবে।
এছাড়াও আমের খোসা কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে মুখে ঘষলে মুখ শিথিল হবে ও দূর হবে ব্রণের সমস্যা।