হরিণ নয় তবে ‘মৃগ’ কথার আসল অর্থ কি? জানলে আপনিও অবাক হবেন।
সকলের মত আপনিও নিশ্চয়ই ছোটবেলা থেকে জেনে এসেছেন মৃগ কথার অর্থ হরিণ।
আসলে ‘মৃগ’ কথার আসল অর্থ পশু।
এই ‘মৃগ’ এর সাথে নানা শব্দ জুড়ে হয়েছে নানান পশুর নাম।
শাখামৃগ (বানর)
গাছের শাখায় বা ডালে ডালে লাফিয়ে বেড়ায় বলে এর নাম শাখামৃগ।
মৃগেন্দ্র (সিংহ)
মৃগ+ইন্দ্র
ইন্দ্র কথার অর্থ রাজা। বনের রাজা সিংহ তাই এর নাম মৃগেন্দ্র।
গ্রাম মৃগ (কুকুর
)
গ্রামাঞ্চলে ঘুরে বেড়ায় বলে এর নাম গ্রামমৃগ।
মহামৃগ (হাতি)
আকৃতিতে অনেক বড় হওয়ার কারণে এর নাম মহামৃগ।