গরমের দিনে ত্বকের উজ্জ্বলতা কমে যাচ্ছে , তার সাথে রয়েছে মুখে ব্রণর সমস্যা ?
তারপর সেটিকে ১৫-২০ মিনিট মুখে লাগিয়ে রাখার পর এক টুকরো টমেটো নিয়ে সারা মুখে ভালো করে ঘষতে হবে। সেটিকে দেড় দুই মিনিট রাখার পর মুখটি ভালো করে জল নিয়ে ধুয়ে নিতে হবে।
প্রথমে একটা বাটিতে এক চামচ চিনি নিতে হবে, তারপর ১-২ চিমটে হলুদ, সাথে ২ ফোঁটা নারকেল তেল ও অল্প জল নিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর তাতে হাফ লেবুর রস, দু তিন চামচ ছোলার বেসন নিয়ে ভালো মেশাতে হবে।