জন্মদিনে বলিউড স্টার  ক্যাটরিনা, রইল তার জীবনের কিছু তথ্য

Moumita Jana Avatar

সকলের প্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এর  আজ জন্মদিন। তিনি ১৯৮৩ সালের ১৬ জুলাই হংকংয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ব্রিটিশ বংশোদ্ভুত ভারতের হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী এবং সাবেক মডেল তারকা। তিনি এই হিন্দি চলচ্চিত্রের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন।

   ক্যাটরিনা কাইফের ছোটবেলাটা ছিল অন্য সবার থেকে আলাদা। কাইফের বাবা মোহাম্মদ কাইফ ছিলেন মুসলিম এবং তার মা সুজানা টার্কুট ছিলেন খ্রিস্টান। ছোটবেলায় মা বাবার বিচ্ছেদের ফলে তিনি থাকতেন তার মায়ের কাছে এবং মায়ের কাজের সূত্রে তিনি চীন, জাপান, ফ্রান্স, পোলান্ড, সুইজারল্যান্ড, প্রকৃতি জায়গায় ঘুরতেন, মানে তার পড়াশোনা কখনো স্থির হয়নি। এমনকি বলিউডে আসার আগেও তিনি কিছুদিন লন্ডনে ছিলেন।

ভারতের হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় সেলিব্রেটিদের মধ্যে একজন হল ক্যাটরিনা কাইফ। তিনি বলিউড অভিনেত্রী হিসেবে খ্যাতি অর্জন করলেও তার প্রথম কর্মজীবন শুরু হয় মাত্র ১৪ বছর বয়সে জুয়েলারি বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে। এছাড়াও তিনি লন্ডন ফ্যাশন উইকে কাজ করেছেন। এরপর ২০০৩ সালে তার প্রথম ‘বুম’ ছবিতে অভিষেক ঘটে। এর আগে তিনি বেশ কয়েকটি তেলেগু মালায়াম দক্ষিণী ছবিগুলোতে কাজ করেছেন। কাইফের সফল মডেলিং ক্যারিয়ার ও অভিনয় করার অভিজ্ঞতা থাকলেও হিন্দি ভাষায় ঠিক কথা বলতে না পারায় চলচ্চিত্রে সুযোগ পেতে অনেকখানি অসুবিধা হয়। তবে নিজের চেষ্টায় ২০০৫ সালে “সরকার” ছবিতে অভিষেক বচ্চন এর গার্লফ্রেন্ড হিসেবে অভিনয় করার সুযোগ পান। ওই একই বছরে “ম্যায়নে পেয়ার কিউ কিয়া”ছবিতে সালমান খানের জুটি হয়ে কাজ করেন। যা প্রাথমিকভাবে সাফল্য অর্জন করেন। এরপর থেকে তিনি একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পান। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপন চিত্রেও অংশগ্রহণ করতেন।

ক্যাটরিনা কাইফ তার কাজের জন্য তিনটি ফিল্মফেয়ার পুরস্কার এছাড়াও চারটি স্ক্রিন পুরস্কার ও চারটি জি সিনে পুরস্কার সহ বহু পুরস্কার অর্জন করেছেন।