জেনে নিন বিশেষ কয়েকটি অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাকের নাম

Moumita Jana Avatar

বিশ্বের প্রতিটি অঞ্চলে তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যবাহী ধারাবাহিকতা আছে। কথা বলার ভাষা থেকে শুরু করে খাওয়া দাওয়া জীবনধারা পোশাক সব কিছুর মধ্যেই ভিন্নতা রয়েছে।

   তাই আজকে আমাদের তালিকায় বিশেষ কিছু অঞ্চলে ঐতিহ্যবাহী পোশাকের নাম।

মহারাষ্ট্র

এখানে মহিলাদের ঐতিহ্যবাহী শাড়ি হল নওভারি যা ধুতি স্টাইলে পরা হয়। এছাড়াও পইথানি শাড়ি ও বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে। পুরুষদের জন্য রয়েছে ধুতি, কুর্তা, ফেটা।

আসাম

আসামের ঐতিহ্যবাহী আদিবাসী পোশাক হিসেবে মহিলারা পরে মেখলা। এটি একটি বিশেষ ধরনের শাড়ি যার দুটি টুকরো রয়েছে। পুরুষেরা ধুতি পরে এবং কোমরে ও গলায় থাকে গামোসা অর্থাৎ চতুর্দিকে সুন্দর কারুকার্য দ্বারা আয়তক্ষেত্রাকার কাপড়ের টুকরো।

গুজরাট

গুজরাটের ঐতিহ্যবাহী ধারকথা বজায় রাখতে মহিলারা পড়ে ঘাগরা, চলি এবং পুরুষরা সাধারণত কুর্তা-পাজামা পরে।

তামিলনাড়ু

এই অঞ্চলে মহিলাদের ঐতিহ্যবাহী পোষা গুলো কাঞ্জিভরম, সিল্ক শাড়ি। এই শাড়ির সোনালী সীমানা সকলের দৃষ্টি আকর্ষণ করে। পুরুষের পোশাক হলো অঙ্গ-বস্ত্র অর্থাৎ শার্টের সাথে লুঙ্গিবা ধুতি।

পাঞ্জাব

পাঞ্জাবের পোশাক হয় বেশ রঙ্গিন, প্রাণবন্ত। এই অঞ্চলে ঐতিহ্যবাহীকতা ধরে রাখতে এবং জায়গার নামের সাথে মিল দেখে পুরুষরা পড়ে পাঞ্জাবি, কুর্তা এবং ধুতি। মহিলারা সাধারণত পরে সালোয়ার কামিজ সাথে থাকে দোপাট্টা।

রাজস্থান

রাজস্থানের লোকেরা এক ঘিয়েমি কাটানোর জন্য বিশেষত্ব রঙিন পোশাক পরেন। মহিলারা রঙ্গিন ঘাগড়া ও চোলি পরিধান করে। পুরুষরা আঙ্গারাখা, ধুতি ও রঙিন পোশাক পরেন।