অল্প দিনের ছুটিতে ঘুরে আসা যাক পাহাড়, জঙ্গল, ঝর্ণা।

Moumita Jana Avatar

ইচ্ছে করছে কোথাও ঘুরতে যেতে, সময়ের অভাবে যেতে পারছেন না? চিন্তা নেই তাহলে অল্প খরচে ও অল্প সময়ে ঘুরে আসুন এই জায়গা।

কাজের ফাঁকে ঘুরতে যেতে কার না মন চায়। তবে প্রচন্ড কাজের চাপে কিংবা অল্পদিনের ছুটিতে কোথায় ঘুরতে যাবে অনেকেই খুঁজে পায়না। চিন্তা নেই কলকাতার কাছেই রয়েছে পাহাড় জঙ্গলে ঘেরা এক সুন্দর পরিবেশ। প্রকৃতিপ্রেমীদের জন্য অবশ্যই এটি একটি সেরা জায়গা

কলকাতার মাত্র চার ঘন্টা দূরত্বে রয়েছে জামশেদপুর ইস্পাত নগরী। তার কাছেই আছে দলমা পাহাড়ঘেরা অভয়ারণ্য। প্রাকৃতিক মনোরম পরিবেশ বনভূমি, ঝর্ণা, প্রাণীজগৎ সাথে পাহাড়ের সৌন্দর্য সবকিছু মিলিয়ে এটি আপনার জন্য হবে আকর্ষণীয় স্থান।

কিভাবে পৌছবেন এই জায়গা?

প্রথমে কলকাতা থেকে ট্রেন ধরে টাটানগর পৌঁছাতে হবে। সেখান থেকে একটি ট্যাক্সি ধরে সরাসরি দলমা পাহাড় সংযোগে পৌঁছাতে পারবেন। নিজস্ব গাড়ি থাকলে তো কোন সমস্যাই নেই। গাড়িতে করে এই জায়গায় পৌঁছাতে সময় লাগবে ৪ থেকে ৫ ঘন্টা। কলকাতা থেকে দলমা পাহাড়ের মোট দূরত্ব প্রায় ২৪০ কিলোমিটার।

যা যা দেখতে পাবেন

দলমা পাহাড়, বন্যপ্রাণী অভয়ারণ্য

 দলমা পাহাড় এ ঘেরা অভয়ারণ্যটি অপূর্ব সুন্দর মধ্যিখানে গেলে দেখা যাবে হাতি, বন্যকুকুর, হরিণ, চিতাবাঘ, বিভিন্ন প্রজাতির পাখি। এবং বনের মধ্যে মধ্যে জায়গায় দেখা যাবে ঝর্ণা।

দলমা শিখর

দলমা পাহাড়ের চূড়ায় অবস্থিত এই শিখরে যদি পৌঁ ছানো যায় তাহলে পুরো এলাকার মনোরম দৃশ্য দেখা যাবে। অনেকেই এই চুড়ায় ট্রেক করে।

ডিমনা হ্রদ

এখানের আরেকটি আকর্ষণীয় দৃশ্য ডিমনা হ্রদ যা পাহাড়ের পাদদেশে অবস্থিত।

সীতারাম বাঁধ ও ঝর্ণা

এই অভয়ারণ্যের মধ্যে রয়েছে সীতারাম বাঁধ ও এই বাঁধ সংলগ্ন সীতারাম ঝর্ণা। যার সঙ্গে জড়িয়ে রয়েছে রামায়ণের কাহিনী।

দলমা পাহাড়ে যাওয়ার সঠিক সময়

এখানে ঘুরতে যাওয়ার সঠিক সময় অক্টোবর থেকে মার্চ এই সময় আবহাওয়া বেশ মনোরম থাকে। এরপর এপ্রিল মে, জুনের দিকে এই জায়গায় অতিরিক্ত তাপমাত্রার জন্য ঘুরতে গেলে সমস্যা হতে পারে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এই জায়গায় ঘুরতে যাওয়া যেতেই পারে বৃষ্টির সময় পরিবেশটাও বেশ মনোরম। তবে প্রচন্ড বৃষ্টি হলে কিছু ঝুঁকি থেকেই যায়।।