এই ভ্যাপসা গরমে বিয়ে বাড়িতে কেমন পোশাক পরবেন তার জন্য রয়েছেন দুশ্চিন্তার?

চিন্তা নেই আপনার জন্য রইল বিশেষ টিপস ।

গরমে বিয়ে বাড়িতে পোশাক হওয়া উচিত হালকা, স্বাচ্ছন্দ্যময় ও স্টাইলিশ যা নজর কাড়বে সবার।

সিল্ক

গরমে বিয়ে বাড়িতে নজর করা হালকা শাড়ি হল সিল্ক। হালকা সাজ ও গয়নার সাথে এটি মানানসই।

সুতির হ্যান্ডলুম শাড়ি

সুতির কাপড় হালকা হলেও অনেকে ধারণায় বিয়েতে তা পরা যায় না। সেটা ঠিক হলেও সুতির হ্যান্ডলুম শাড়ি ও তার সঙ্গে ভারী বা মানানসই গয়না পরলে বিয়ে বাড়ির একটি উপযুক্ত সাজ হতে পারে।

জামদানি

সকলের প্রিয় জামদানি, এই শাড়ি পরার কোন বয়সসীমা নেই। বিয়ে বাড়ির জন্য এই শাড়ি বেছে নিতে পারেন। যেমন সুন্দর তেমনি এতে রয়েছে আধুনিকতার ছোঁয়া।