ঈদ উল ফিতরের ইতিহাস ও ২০২৪ এর সঠিক তারিখ

ঈদুল ফিতর হলো মুসলমানদের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবের মূল শুভেচ্ছা বাক্য হল "ঈদ মোবারক" ,যার অর্থ "আনন্দ উদযাপন কল্যাণময় হোক"। এই দিনে একে অপরের প্রতি তিনবার আলিঙ্গন করে শুভেচ্ছা বার্তা প্রদান করে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ঈদ পালনের রীতিনীতি চালু হয়। প্রথম মুসলমানরা হিজরি দ্বিতীয় সনে ঈদুল ফিতরের নামাজ আদায় করে । ইংরেজি সাল অনুযায়ী ৬২৪ খ্রিস্টাব্দে মার্চ মাসের শেষে কোন এক দিনে ঈদ পালন করা হয়।

রমজান মাসের পর যেদিন আকাশে চাঁদ দেখা যায় তার পরের দিন জাঁকজমক ভাবে ঈদ পালিত হয়। সকলে এই উৎসবে নতুন জামা কাপড় পরে ।সাধারণত সৌদি আরবের পরের দিন ভারতে ঈদ হয়।

২০২৪ সালে ১১ই মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছিল। একমাস রোজা করার পর ১০ই এপ্রিল ঈদুল ফিতর। তবে চাঁদ দেখার কারণে ভারতে ১১ এপ্রিল ঈদ মোবারক উদযাপিত হবে।