বাংলার আদি দুর্গাপূজা বাসন্তী পূজা

Moumita Jana Avatar

আমরা জানি দুর্গাপুজো আশ্বিন মাসে হয় আর সেই পুজোয় আমরা চার দিন ধরে আড়ম্বের সাথে করি। কিন্তু সকলে হয়তো জানেন না! আমাদের আদি দুর্গা পূজা বাসন্তী পূজা, যা হয় চৈত্র মাসে।
যদি বাসন্তী পুজোর আদি রূপ জানতে চাই, তাহলে প্রথমেই উল্লেখ করতে হবে ‘রাজা সুরথের’ নাম। তিনি ছিলেন দেবী দুর্গার প্রথম পূজারী।


এবার নিশ্চয়ই সবার মনে কৌতূহল জাগছে রাজা সুরথের দুর্গা পুজো করার কাহিনী জানতে। এই রাজা সুরথ ছিলেন দক্ষ যোদ্ধা, তিনি কখনো কোন যুদ্ধে পরাজিত হননি। তবে একদিন প্রতিবেশী রাজ্যের আক্রমণে তিনি পরাজিত হন। এবং সেই সুযোগে সভাসদরা লুটপাট চালায়। তাদের আচরণে হতবাক হয়ে রাজা ঘুরতে ঘুরতে হঠাৎ মেধসের আশ্রমে এসে পৌঁছান। ঋষি তাকে সেখানেই থাকতে বলেন। রাজা মনে শান্তি পান না, এর মধ্যে সমাধির সাথে তার দেখা হয়। এবং তিনি জানতে পারেন সমাধিকে তার বউ ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তবুও তিনি তাদের ভালো মন্দের কথা ভাবছেন। তখন দুজনে চিন্তা করে যারা তাদের সাথে প্রতারণা করেছে অথচ তারা তাদের কথাই ভাবছে। একথা তারা ঋষির কাছে বলে। ঋষি মেধস বলেন সবই মহামায়ার ইচ্ছা। রাজা সুরথ ও সমাধি প্রথম মহামায়ার বর্ণনা শুনে কঠিন তপস্যা শুরু করে। তারপর দুর্গামূর্তি তৈরি করে প্রথম পুজো করেন।


হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসে বসন্তকালে শুক্লপক্ষে প্রতিপদ তিথিতে বাসন্তী পূজা হয়। একে নবরাত্রিও বলা হয় কারণ এই দিন মায়ের নটি রূপ পুজো করা হয়।

Search