মহারাজা সত্যজিৎ রায়ের জন্ম জয়ন্তী ২০২৪

admin Avatar

সত্যজিৎ রায় ১৯২১ সালে 2 May কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে জন্মগ্রহণ করেন। আজ তার ১০৩ তম জন্মবার্ষিকী।

সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, শিল্পনির্দেশক, সংগীত পরিচালক এবং লেখক। এক কথায় তিনি বহুমুখী তার কাজের পরিমাণ বিপুল। গোটা শিল্প সমাজে তিনি আমাদের মহারাজা।

সত্যজিৎ রায়ের বাংলা সাহিত্যের প্রথম চলচ্চিত্র প্রতিপাদ্য হলো “পথের পাঁচালী”। বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই উপন্যাসটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসে এক গ্রামের ছেলে অপুর বেড়ে ওঠার কাহিনীর চিত্র তুলে ধরা হয়েছে।
এমন কি সত্যজিৎ রায়ের বাংলা শিশু সাহিত্যের জনপ্রিয় দুটি চরিত্রের স্রষ্টা ছিলেন একটি হল “গোয়েন্দা ফেলুদা”অপরটি “প্রফেসর শঙ্কু”। এছাড়াও তিনি বহু ছোট গল্প লিখেছেন।

তিনি তার কাজের জন্য মোট ২৮ টি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার লাভ করেন যা চলচ্চিত্রের ইতিহাসে কারোর পক্ষে আজ পর্যন্ত অর্জন করা সম্ভব হয়নি।

তিনি আজ আমাদের মধ্যে না থাকলেও তার বহুমুখী প্রতিভা ও অবদানের জন্য গোটা পৃথিবীবাসীর কাছে অমর হয়েই থেকে যাবেন।