ভারতের ৮টি শাস্ত্রীয় নৃত্যের নাম এবং অন্যতম ভারতনাট্যম নৃত্যের উৎপত্তি

Moumita Jana Avatar

নৃত্য আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে সাহায্য করে। শারীরিক অঙ্গভঙ্গির দ্বারা শিল্পীরা মঞ্চে নৃত্য পরিবেশন করে। আমাদের ভারতীয় শাস্ত্রে প্রধানত ৬টি নৃত্যকলার নাম উল্লেখ করা হয়েছে।

1.ভরতনাট্যম

2.কথাকলি

3.কত্থক

4.মনিপুরী

5.কুচিপুরি

6. ওড়িশি

7.মোহিনীঅট্টম

8.সত্রীয়া

ভরতনাট্যম নৃত্যের উৎপত্তি

ভারতীয় শাস্ত্রের প্রধান  ৮টি নৃত্যকলার মধ্যে অন্যতম, জনপ্রিয় ভরতনাট্যম। এই নৃত্যের উৎপত্তি হয় দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যে। ভরতনাট্যম শুধু নৃত্যকলা নয় এটি একটি সাধনা। নটরাজের বন্দনা দিয়ে শুরু হয় এই নৃত্য। ভাব, রাগ, তালের মিলিত রূপ ভারতনাট্যম। ঋষি ভরত মুনির নাট্যশাস্ত্র থেকে ভারতনাট্যম এর উৎপত্তির কথা জানা যায়। ঊনবিংশ শতাব্দীতে অনেক অনুসন্ধানের মাধ্যমে চারজন প্রতিভাবান ভাই (চেন্নায়া, পুন্নিয়া ভাদিভেলু ও শেরন্দম) দাসি আত্তম নৃত্যকলা উদ্ধার করে যা বর্তমানে ভরতনাট্যম নামে পরিচিত। এই ভরতনাট্যম নৃত্যের ৬টি ভাগ রয়েছে-

আলারিপপু, জাথিশ্বরম, শব্দম, বর্ণম, পদম, তিল্লানা।

ঐতিহ্যবাহী পোশাক

ভরতনাট্যম নৃত্যে এক বিশেষ ঐতিহ্যবাহী পোশাক রয়েছে। পোশাকটি হলো এক বিশেষ ধরনের শাড়ি। তবে এটি হয় ধুতি স্টাইলের। এই পোশাকের সামনে একটি বা কয়েকটি ধাপে কুচির মত অংশ থাকে যা শিল্পীর নাচের সময় পা নড়াচড়া করলে তা পাখার মত প্রসারিত হয়। এবং এই পোশাকের সাথে একজন শিল্পী ঐতিহ্যবাহী গয়না পরে সাথে চোখে ভারী কাজল কপালে  লাল টিপ।

Search