গরমে ঘর ঠান্ডা রাখতে এভাবে করুন গৃহসজ্জা

Moumita Jana Avatar

গ্রীষ্মের দিনে প্রচন্ড রোদ্দুর বা গরমে স্বস্তি পেতে সকলেই নিজেদের সাজ পোশাক খাবার দাবার এর ওপর বিশেষ নজরদারি করে। এই গরমে প্রয়োজন ছাড়া কারোরই ঘরের বাইরে যেতে মন চায় না। তাই বাইরের উষ্ণতা যেন ঘরের ভেতর না ঢুকে তার জন্য গৃহযের বদল আনতে হবে। ফলে গৃহে সৌন্দর্য বৃদ্ধি পাবে ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে উঠবে।

কিন্তু কিভাবে করবেন এমন গৃহসজ্জা? ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে এবং ঠান্ডা রাখতে এই কাজগুলি করুন।

1.প্রথমে ঘরের জানালা, দরজায় টাঙ্গানো মোটা কাপড়ের পর্দা পরিবর্তন করে সুতি এবং হালকা রঙে পর্দা টাঙ্গাতে হবে। সূর্যের আলো যাতে ঘরের ভেতর না ঢুকে তার জন্য দিনের বেলা জানালা বন্ধ করে রাখাই শ্রেয়।

2.গ্রীষ্মে ঘরে গাছ লাগালে ঘর ঠান্ডা হবে এবং সবুজের দিকে বারবার তাকানোর কারণে চোখ আরাম পাবে।

3.ঘরের মধ্যে অকারণে লাইট কম্পিউটার বন্ধ রাখতে হবে যাতে ঘর গরম না হয়।

4.ঘরে বিছানার বেডশীট, বালিশ কভার হালকা সুতির কাপড় ব্যবহার করতে হবে।

5.নিচু ছাদের ঘরে গরম বেশি হওয়ায় সিলিং ফ্যান না চালিয়ে টেবিল ফ্যান ব্যবহার করলে এবং তার সামনে বরফ রাখলে ঘর অনেকটা ঠান্ডা হবে।।

Search