একটাও জঙ্গল ছাড়া রয়েছে বিশ্বের কয়েকটি অন্যতম ধনী দেশ, জানুন এমন দেশ কোনগুলি

Moumita Jana Avatar

আমরা সকলেই জানি একটা গাছ সমান একটা প্রাণ। আমরা প্রতিনিয়ত গাছ থেকে অক্সিজেন নিয়ে বেঁচে আছি, এছাড়াও গাছ আমাদের অন্যান্য বহু চাহিদা পূরণ করে। ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে।

অনেক গাছের সমন্বয়ে গড়ে ওঠে জঙ্গল। জঙ্গল ছাড়া কোন দেশের মানুষ বেঁচে থাকা অসম্ভব। কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না বিশ্বের এমন চারটি দেশ আছে যেখানে একটাও জঙ্গল নেই অথচ সেগুলি বিশ্বের অন্যতম ধনী দেশ।

এমন এই চারটি দেশের নামগুলি হল –

1.ওমান

ওমান এমন একটি দেশ যেখানে সবুজ চোখে পড়া খুব কঠিন কাজ। প্রাকৃতিক দান হিসেবে এখানে কোন জঙ্গল গড়ে ওঠেনি তবে মানুষ নিজেদের বাঁচার তাগিদে কিছু গাছ লাগিয়েছে।

2.গ্রিনল্যান্ড

এই দেশের নামের সাথে “গ্রীন” কথাটা থাকলেও এখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে বরফ। একটি গাছ খুঁজতে দূরবীনের সাহায্য নিতে হয়।

3.কাতার

কাতার একটি বিশ্বের অন্যতম ধনী দেশ। তবে এটি মরু অঞ্চল হওয়ায় এখানে তেমন গাছ দেখতে পাওয়া যায় না 

4.মারিনো

ইতালির গা ঘেসে থাকা মারিনো তে পাহাড়ি ঢাল থাকায় এখানে গাছের সংখ্যা খুব কম বর্তমানে মানুষরা নিজেদের বাঁচার তাগিদে গাছ লাগিয়ে কিছুটা অভাব পূরণ করেছে।