গরমের  স্বস্তিদায়ক হালকা সাজ পোশাক

Moumita Jana Avatar

গরমের দিনে সাজ পোশাক নিয়ে অনেকেই পড়েন চিন্তায়। তাই এই গরমে সাজ পোশাক পরিচ্ছদের ওপর বিশেষ নজরদারি করতে হয়। সকলেই চায় গরমে হালকা পোশাক পরতে আবার সেই পোশাক হতে হবে স্মার্ট ও রুচিশীল। তাই আজ আমাদের আয়োজন গরমের সাজ পোশাক নিয়ে।

    অনেকই গরমে পোশাক সঠিক নির্বাচন করতে না পেরে অস্বস্তিতে পড়েন। কেউ কেউ গরমের সব অনুষ্ঠান থেকে মুখ ফিরিয়ে বাড়িতে বসে থাকেন। সকল সমস্যা দূর হতে পারে যদি আমরা গরম বুঝে যে কোন কাজ বা অনুষ্ঠানের জন্য স্বস্তিদায়ক সঠিক পোশাক নির্বাচন করতে পারি। 

গরমের পোশাক নির্বাচনের ক্ষেত্রে প্রথমে মাথায় রাখতে হবে রং। পোশাক হবে হালকা রঙের এবং ঢিলেঢালা। হালকা রঙের মধ্যে বিশেষ করে সাদা, হলুদ, নীল, গোলাপি, হালকা বেগুনি এই রংগুলি বিশেষ প্রাধান্য পাবে। হালকা রং বাইরের তাপ শোষণ করে ফলের শরীরে কম তাপ লাগে।

   গরমের পোশাকে কাপড় হিসেবে সুতির কাপড়ের কোন বিকল্প নেই গরমের সবথেকে স্বস্তিদায়ক পোশাক সুতির কাপড় এর পাশাপাশি রয়েছে শিফন, কটন তবে উৎসবের ক্ষেত্রে পরতে পারেন বাটিক, জামদানি, মসলিন চোস্তা, লিলেন।