প্রচার দুনিয়ায় সন্তানদের নিয়ে কখনো কিছু বলতে দেখা যায়নি বলিউড অভিনেতা অক্ষয়কে। তবে হঠাৎ এক সম্প্রতি সাক্ষাৎকারে ছেলেকে নিয়ে কথা বলতে দেখা গেল অক্ষয়কে। কি বললেন তিনি ছেলেকে নিয়ে?
প্রচার দুনিয়ার সামনে অক্ষয় বলেন তার ছেলে আরবের অভিনয় জগত পছন্দের নয়। সে চায় ফ্যাশন দুনিয়ায় তার নাম করতে। এছাড়া পড়াশোনায় তার আগ্রহ খুব বেশি।
অক্ষয়ের ইচ্ছা না থাকলেও তার ছেলে পড়াশোনার জন্য মাত্র ১৫ বছর বয়সে ঘর ছেড়ে বিদেশে যায়। এখন সে লন্ডন বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে। একথাও বলে যে “আমি নিজে ক্যারিয়ারের জন্য ১৪ বছর বয়সে ঘর ছাড়ি, তাই ছেলে ঘর ছাড়ুক না চাইলেও কখনো তার সিদ্ধান্তে বাধা দি নি।”
এছাড়াও তিনি ছেলেকে নিয়ে আরো বলেন যে আরব সবসময় সাধারণ জীবন যাপন করতে পছন্দ করে, খুব বেশি দামি পোশাক পড়তে সে কখনোই পছন্দ করেনা, শেষে তিনি ছেলের এমন স্বভাবের জন্য তার স্ত্রীর খানিকটা প্রশংসা করেছেন।