কলকাতায় বসে হীরামন্ডি তে গান গাওয়ার জন্য কিভাবে ডাক পেলেন সঞ্জয় লীলা ভন্সালীর কাছে এই গল্প বললেন বর্ণালী চট্টোপাধ্যায়।
তিনি বললেন ২০২১ সালে প্রথম মুম্বাইয়ে সুরেশ ওয়াদকরজির বাড়িতে গিয়ে একটা গান ধরি। সেই গান শুনে তিনি সাথে সাথে সঞ্জয় লীলা ভন্সালীর ছায়া সঙ্গী শ্রেয়সকে ফোন করে বলেন ঠুংরি গাওয়ার জন্য যাকে খুঁজছিলেন তিনি আমার সামনে বসে আছে। এই মুহূর্তে আমার কাছে ফোন আসে ও সঞ্জয় জির স্টুডিওতে ডাকা হয়। সেখানে গেলে আমাকে কয়েকটি ঠুংরী গান গাইতে বলা হয় ও সেগুলি রেকর্ড করে বলে আমাকে জানাবেন। এরপর ২০২২ সালে এপ্রিল নাগাদ আমার কাছে ফোন আসে ও আমাকে জানানো হয় হীরামন্ডির জন্য আমাকে বেছে নিয়েছে।
এছাড়াও তিনি বলেন হীরামন্ডিতে গান গাওয়ার সুযোগ ও ২০২২ সালে ২০ এপ্রিল সঞ্জয় জির সাথে প্রথম সাক্ষাৎ এর এই দিনটা তার কাছে ছিল অন্যতম ও স্মরণীয়।। এরপর হীরামন্ডির জন্য রিহার্সেল শুরু হয় এবং সঞ্জয়জির ও বর্ণালীর সম্পর্কটা হয় সম্মান ও ভরসার।
Leave a Reply