গরমের ছুটি মানে সবার মনে একটাই উদ্যোগ ঘুরতে যাওয়া, তবে সকলেই চাই গরমের দিনে ঘুরতে যাওয়ার পরিবেশ হবে শীতল ও মনোরম।
গরমের ছুটির এতদিন কেটে গেল কিন্তু আপনি ঘুরতে যাওয়ার মতো কোনো সুন্দর মনোরমপরিবেশ পাচ্ছেন না? তাহলে চিন্তা নেই আমাদের তালিকায় রাখা এই জায়গা গুলিতে গেলে উপভোগ করতে পারবেন পরিবেশের সৌন্দর্য ও মনোরম আবহাওয়া।
1.আউলি
উত্তরাখণ্ডের একটি শৈল শহর আউলি। বরফে ঢাকাএই জায়গাটি নীলকন্ঠ, মানা পর্বত, ননদা দেবীর ধবল শিখর এর দ্বারা সৌন্দর্যে আবৃত থাকে । মে, জুন মাসে এখানে ঘুরতে গেলে বরফ বেশি না থাকলেও পরিবেশটা বেশ মনোরম থাকে।
2.মানালি
গ্রীষ্মের ছুটি কাটাতে ঘুরতে যাওয়ার একটি সেরা জায়গা হল মানালি। এখানে তুষারে ঢাকা পর্বত চূড়া, শীতল পরিবেশ, প্রবাহিত নদী সবমিলিয়ে আপনার কাছে এটি মনে হবে একটি স্বর্গ।
3.কুর্গ
কর্ণাটক রাজ্যের কুর্গকে বলা হয় ভারত স্কটল্যান্ড। সেখানকার শীতল পরিবেশ, চা, কফির বাগান ও সবুজ প্রাকৃতিক সৌন্দর্য যা আপনার মন ছুয়ে যেতে পারে।
4.ঋষিকেশ
ঋষিকেশের মহান নদীর গঙ্গার তীরে প্রাচীনকাল থেকে সাধুরা ধ্যান ও যোগ অনুশীলন করে। আপনার মন শান্ত করতে এই মনোরম ও রোমাঞ্চকর এই পরিবেশে যেতে পারেন।
Leave a Reply