জন্মদিনের সেরা অভিনেত্রী মাধুরী দীক্ষিত তার জীবনী

Moumita Jana Avatar

আজ ১৫ ই মে অভিনেত্রী মাধুরী দীক্ষিত এর জন্মদিন।১৯৬৭ সালে ১৫ই মে মুম্বাইয়ের মহারাষ্ট্রের একটি মারাঠি কোকোনস্ত ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আজ তার ৫৬ তম জন্মবার্ষিকী।

মাধুরী দীক্ষিত ছিলেন একজন বলিউড কুইন অভিনেত্রী। তিনি প্রথম ১৯৮৪ সালে “অবোধ” নাটকে বাংলা অভিনেতা তাপস পালের বিপরীতে অভিনয় করে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তিনি বিশেষ করে তার অভিনয় চরিত্রের পাশাপাশি সৌন্দর্য ও নাচের দক্ষতার জন্য বেশি খ্যাত ছিলেন। এমনকি তাকে বলা হয় সেরা সুন্দরী অভিনেত্রী। তিনি প্রায় ৭০ টির বেশি চলচ্চিত্র অভিনয় করেছেন। যার মধ্যে ১৯৮৮ সালের অ্যাকশন ড্রামা “তেজাব” নাটকটি বেশি জনপ্রিয়তা অর্জন করে।

   এরপর মাধুরী দীক্ষিত ১৯৯০ সালে নটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে জনপ্রিয় কয়েকটি হল “জামাই রাজা”, “সাইলব”, “দিওয়ানা মুজ শা নাহি”। এরপরও তিনি বহু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।

তিনি তার কাজের জন্য ছ’টি ফিল্মফেয়ার পুরস্কার সহ জাতীয় নাগরিক পুরস্কার, চতুর্থ সর্বোচ্চ বেসামরিক “পদ্মশ্রী” পুরস্কার এছাড়াও বহু পুরস্কার অর্জন করেছেন।