হনুমান জয়ন্তী 2024 হনুমানের পরিচয়, পূজার্চনার নিয়ম

Moumita Jana Avatar

2024,24 এপ্রিল আজ হনুমান জয়ন্তী। এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ লোক উৎসব। হনুমানের জন্ম কে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়। এই উৎসবটি হিন্দু ধর্মের মধ্যে নানা নামে পরিচিত যেমন অঞ্জনিয়া জয়ন্তী, হনুমান জয়ন্তী, বজরংবালি জয়ন্তী। উৎসবটি বাংলা ক্যালেন্ডারে চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়।


হনুমান ছিলেন শিবের অবতার ও রামের ভক্ত এবং হিন্দু মহাকাব্যে রামায়ণে অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তার জন্ম চৈত্র পূর্ণিমার সময় মঙ্গলবার সূর্যোদয়ের ঠিক পরের মুহূর্তে। ভগবান হনুমান সাহস, সাহসিকতা এবং শক্তির প্রতিনিধিত্ব করতেন।

হনুমান জয়ন্তীতে হনুমানের ভক্তরা জাঁকজমক ভাবে পূজার জনা করেন। ভগবান হনুমানের পূজা শুরু হয় হাত ধোয়ার মাধ্যমে । ভক্তরা ডান হাতে তাজা জল, ফুল নিয়ে মন্ত্র পাঠ করেন। তারপর মূর্তির সামনে ধ্যান করেন এরপর প্রতিমার পা ধুয়ে দুধ, দই, মধু, ঘি এবং চিনি দিয়ে ধুয়ে জামা কাপড় পরিয়ে সুগন্ধি চাল ফুল দিয়ে পুজো সম্পন্ন করেন। নেতিবাচক শক্তি, বাধা দূর করতে ও ইচ্ছা পূরণ করতে এই পুজো করা হয়।