গরমের দিনে আপনার প্রিয় স্বাস্থ্যকর ও আরামদায়ক আম বাদামের লস্যি

Moumita Jana Avatar

গরমের দিনে লস্যির বিশেষ সুস্বাদু স্বাদ উপভোগ করতে হলে খেতেই হবে আম বাদাম লস্যি। স্বাদ, গন্ধ, রং পুষ্টিগুণ সবেতে এই লস্যি ভরপুর। তার ওপর যদি আপনি হন রশ্মি প্রেমি তাহলে এটি আপনার জন্য গরমের সেরা খাবার।

গরমের দিনে আম বাদাম লস্যি মন ভালো রাখতে ও শরীর ঠান্ডা রাখতে বিশেষ উপযোগী।

দেখে নিন সহজে কিভাবে বানাবেন আম বাদাম লস্যি।

প্রথমে এক কাপ পাকা আমের পাল্পের সাথে ১১- ১২ টি ভেজানো বাদাম ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর এতে পরিমাণ মতো চিনি ও এক কাপ দই ,সাথে ঠান্ডা জল বা বরফের টুকরো ভালোভাবে মিশিয়ে নিলেই সহজে তৈরি হবে আম বাদাম লস্যি।