দীর্ঘ বছরের পর আজ প্রথম পূর্ণ সূর্যগ্রহণ

Moumita Jana Avatar

২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ। আজ ৮ এপ্রিল নবরাত্রির আগে চৈত্র মাসের অমাবস্যা তিথিতে ঘটতে চলেছে পূর্ণ সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, গত ৫৪ বছরের মধ্যে এমন গ্রহন দেখা যায়নি। প্রথম ১৯৭০ সালের পর ২০২৪ এ এমন বিরল ঘটনা আবার আজ দেখা যাবে। এরপর জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এমন ঘটনা আবারও দেখা যেতে পারে ২০৭৮ সালে।

আজকে এই পূর্ণ সূর্যগ্রহনের বেশিরভাগ প্রভাব পড়বে আমেরিকায়, এছাড়াও দৃশ্যমান হবে কানাডা শহর সহ উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, হওয়াই ,মেক্সিকো গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে। তবে ভারত, বাংলাদেশে এটি বৈধ হবে না । এই বিশেষ দিনের সাক্ষী থাকতে চান সারা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীরা।

এটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অর্থাৎ সূর্য সম্পূর্ণ রূপে চন্দ্র দ্বারা আচ্ছাদিত থাকবে। ফলে কোনরকম ভাবে সূর্যের আলো পৃথিবীতে এসে পড়বে না। এই সময় পৃথিবী থাকবে রাতের মতো অন্ধকার। এই সূর্য গ্রহণের স্থিতি কাল ৫ ঘন্টা ১০ মিনিট । ভারতে এই দৃশ্য দেখা না গেলেও এখানকার সময় অনুযায়ী সূর্যগ্রহনের সময় ৯.১২ pm -২.২২am.

এই সময়টা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে সবচেয়ে আগ্রহের বিষয় হবে আগুনের বলের মতো শয়তান ধূমকেতুর প্রতি, যা সূর্য গ্রহণের সময় দৃশ্যমান হবে এবং সেটিকে খালি চোখে দেখা যাবে।

Search