আমাদের জাতীয় গাছ বট। অন্যান্য গাছে তুলনায় বট গাছের শাখা প্রশাখা অনেকটা বেশি বিস্তৃত থাকে, প্রচন্ড রোদ্দুরে তার ছায়ায় আমরা সকলেই উপকৃত হই।
তবে আশ্চর্যজনক বিষয় হল হাওড়া শিবপুরের কলকাতায় বোটানিক্যাল গার্ডেনে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রাণবন্ত বট বৃক্ষ। যা ভারতের মাটিতে ইতিহাস বহন করে চলেছে। কতটা জায়গা জুড়ে রয়েছে এই গাছ তার বয়স জানলে আপনিও অবাক হবেন।
ভারত স্বাধীন হওয়ার আগে অর্থাৎ রানী ভিক্টোরিয়ার শাসনকালে এই উদ্যানের নাম ছিল রয়েল ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। দেশ স্বাধীন হওয়ার পর এর নাম হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন। ২০০৯ সালে তা পরিবর্তিত হয়ে বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু কে স্মরণ করে এই বাগান টির নাম রাখা হয়েছে জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। এই বাগানে অন্যান্য অনেক উদ্ভিদ প্রজাতি আছে, তবে এত উদ্ভিদের মধ্যে আকর্ষণীয় বিষয়টি হলো বিশাল বট বৃক্ষ যা দেখতে অনেক দূর থেকে মানুষ এসে হাজির হয়।
অনেকের ধারণা অনুযায়ী খেজুর গাছের মাথায় বীজ পড়ে এই বটগাছের উৎপত্তি হয়। সেখান থেকেই এই গাছ বিশাল আকৃতি ধারণ করে। বর্তমান এটি ২৫০ বছরের পুরনো প্রাণবন্ত বট বৃক্ষ এটি প্রায় পাঁচ একর জায়গা জুড়ে বিস্তৃত। গাছের প্রধান বৃক্ষ গুলি প্রায় ৫০ ফুট চওড়া, লম্বায় মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার মত।