প্রথমেই বলি বাঙালির বারো মাসে ১৩ পার্বণ। ২০২৪, ১২ এপ্রিল আজ নীল পূজা। চৈত্র সংক্রান্তির আগের দিন এই উৎসব পালিত হয়।
নীল পূজা বা নীল ষষ্ঠী সনাতন বাঙ্গালীদের একটি লোক উৎসব। এই দিন বাঙালি মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ও সুস্থ জীবন কামনায় নীলব্রত করে।
বাঙালি প্রথা অনুযায়ী নীল উৎসব মূলত নীল- নীলাবতী অর্থাৎ শিব – দুর্গা এর বিবাহ উৎসব হিসেবে পালন করে । এই পুজোর আগের দিন অধিবাস হয় ও অধিক রাতে হয় হাজরা পূজা। অর্থাৎ বিবাহ উপলক্ষে সকল দেবতা কে আমন্ত্রণ।
পরের দিন নীল পূজোয় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে লাল কাপড় পরিয়ে অন্ততপক্ষে সাতটি বাড়ি ঘোরানো হয়।
নীল পুজো করতে হলে বিশেষ কিছু উপকরণ লাগে যেমন পঞ্চামৃত এর সঙ্গে কালো তিল ও সিদ্ধি পাতা মিশে দেওয়া হয়। এছাড়া গঙ্গাজল, আকন্দ ফুল ,ধুতরা, নীল অপরাজিতা ও কাঁচা আম দিয়ে পুজো করা হয়। এবং এই সারাদিন মায়েরা উপোস করার পর সন্ধ্যার সময় শিবের মাথায় জল ঢালতে যায়।