এই ভ্যাপসা গরমে কেমন হবে বিয়ে বাড়ির সাজ পোশাক? জানুন আপনার জন্য রইল বিশেষ টিপস

Moumita Jana Avatar

সারা বঙ্গভাষী প্রচন্ড গরমে হয়ে উঠছে নাজেহাল। গরমের সাজ পোশাক নিয়ে অনেকেই পড়েছেন দুশ্চিন্তায়। তার ওপর বৈশাখ থেকে শ্রাবণ বিয়ের মরশুম। গরমের কারণে অনেকে বিয়ে অথবা অন্য কোন অনুষ্ঠানে ডাক পেলে তা এড়িয়ে যান। কিন্তু বিয়ের অনুষ্ঠানটি যদি প্রিয়জন বা কোন বিশেষ বন্ধুর হয় সে ক্ষেত্রে অনুষ্ঠানে যেতেই হয়। তবে ভ্যাপসা গরম এড়াতে বিয়েতে কেমন সাজ পোশাক পড়বেন এই চিন্তা অনেকের মাথায় থাকে।

গরমে বিয়ে বাড়িতে পোশাক হওয়া উচিত হালকা, স্বাচ্ছন্দ্যময় ও স্টাইলিশ যা নজর কাড়বে সবার।

1.গরমে বিয়ে বাড়িতে নজর করা হালকা শাড়ি হল সিল্ক। হালকা সাজ ও গয়নার সাথে এটি মানানসই।

2.সুতির কাপড় হালকা হলেও অনেকে ধারণায় বিয়েতে তা পরা যায় না। সেটা ঠিক হলেও সুতির হ্যান্ডলুম শাড়ি ও তার সঙ্গে ভারী গয়না পড়লে বিয়ে বাড়ির একটি উপযুক্ত সাজাতে পারে।

3.সকলের প্রিয় জামদানি, এই শাড়ি পরার কোন য়সসীমা নেই। বিয়ে বাড়ির জন্য এই শাড়ি বেছে নিতে পারেন। যেমন সুন্দর তেমনি এতে রয়েছে আধুনিকতার ছোঁয়া।

সবশেষে বলি পোশাক বাছাই এর আগে মাথায় রাখতে হবে পোশাকের রংটা যেন হালকা হয়। ফলে গরম কম লাগবে ও আপনি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন।

Search